লালমনিরহাট জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩ বার পড়া হয়েছে
রবিউল ইসলাম, লালমনিরহাট সদর
আদিতমারীতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এর সাথে মতবিনিময় সভা লালমনিরহাট জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ এম রকিব হায়দার মহোদয়ের আদিতমারী উপজেলায় আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টা ৩০ মিনিটে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী নূর-ই-আলম সিদ্দিকী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ উন নবী, আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি সালেকুজ্জামান প্রামাণিক সালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও আদিতমারী-কালীগঞ্জ আসনের জামায়াত মনোনীত এম.পি. প্রার্থী এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী (পাভেল), আদিতমারী উপজেলা আমীর-হায়দার আলীসহ আদিতমারী উপজেলার সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি ও বিশিষ্টজনগণ উপস্থিত ছিলেন।