পটুয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

- আপডেট সময় : ০৩:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ১৩৪ বার পড়া হয়েছে
মেহেদী হাসান আসাদ, পটুয়াখালী
পটুয়াখালী পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১ ট পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসক অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় বক্তারা বলেন, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত করার পাশাপাশি অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি পৃথক চাকরিবিধি দ্বারা পরিচালিত হওয়ায় আধুনিক ও টেকসই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর ফলে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। তাই কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারাদেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন করেন তারা।