ময়মনসিংহে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ পালিত

- আপডেট সময় : ০৯:৩৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৬ বার পড়া হয়েছে
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
সারাদেশের ন্যায় ময়মনসিংহেও কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মাসপূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছে হাজারো ছাত্র-জনতা।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় টাউন হল মোড় থেকে এই শহীদি মার্চ শুরু হয়।এতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এই শহীদি মার্চে অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক’, ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে’,শহীদের রক্ত, বৃথা যেতে দেবো না’ আমার ভাই কবরে খুনি কেন বাহিরেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
‘শহীদি মার্চ’ কর্মসূচি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার, গাঙ্গিনাপাড় প্রদক্ষিন করে শহীদ সাগর চত্বরে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে সাগরসহ অন্যান্য নিহতদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।