ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়: রিজভী

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন ময়মনসিংহে আটক

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ১০৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, মদন প্রতিনিধি

ময়মনসিংহ শহর থেকে গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে (৩২) আটক করেছেন পুলিশ।

আটকৃত জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বস্তা গ্রামের চান মিয়া মাস্টারের ছেলে।

আজ বুধবার নেত্রকোনা মডেল থানায় করা নাশকতাসহ বিস্ফোরক আইনের দুটি মামলায় শাওনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, সেপ্টেম্বর মাসের প্রথমদিকে করা ওই দুটি মামলার বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এসব মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন ও নেত্রকোনা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। পরে নাশকতা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন ময়মনসিংহে আটক

আপডেট সময় : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

হাবিবুর রহমান, মদন প্রতিনিধি

ময়মনসিংহ শহর থেকে গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে (৩২) আটক করেছেন পুলিশ।

আটকৃত জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বস্তা গ্রামের চান মিয়া মাস্টারের ছেলে।

আজ বুধবার নেত্রকোনা মডেল থানায় করা নাশকতাসহ বিস্ফোরক আইনের দুটি মামলায় শাওনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, সেপ্টেম্বর মাসের প্রথমদিকে করা ওই দুটি মামলার বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এসব মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন ও নেত্রকোনা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। পরে নাশকতা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।