ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নিজ বাসার সামনে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে জাহাঙ্গীর হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মীর হাজিরবাগ এলাকায় নিজ বাসার সামনে ঘটনাটি ঘটে।

নিহত জাহাঙ্গীরের ভাতিজা মো. রুবেল জানান, মীরহাজিরবাগ এলাকায় তাদের নিজেদের বাড়ি। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন। জাহাঙ্গীর তেমন কিছু করতেন না। তবে আওয়ামী লীগের কর্মী ছিলেন তিনি।

তিনি আরও জানান, রাতে বাসা থেকে বের হয়ে কিছু দূরের একটা দোকানে গিয়েছিলেন জাহাঙ্গীর। সেখান থেকে বাসার সামনে আসতেই তিন/চার জন মুখোশধারী মোটরসাইকেল যোগে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্বজনরা তাকে দ্রুত ঢামেকে নিয়ে এলে মারা যায়। তবে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে স্বজনরা ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ১২ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিজ বাসার সামনে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১২:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে জাহাঙ্গীর হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মীর হাজিরবাগ এলাকায় নিজ বাসার সামনে ঘটনাটি ঘটে।

নিহত জাহাঙ্গীরের ভাতিজা মো. রুবেল জানান, মীরহাজিরবাগ এলাকায় তাদের নিজেদের বাড়ি। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন। জাহাঙ্গীর তেমন কিছু করতেন না। তবে আওয়ামী লীগের কর্মী ছিলেন তিনি।

তিনি আরও জানান, রাতে বাসা থেকে বের হয়ে কিছু দূরের একটা দোকানে গিয়েছিলেন জাহাঙ্গীর। সেখান থেকে বাসার সামনে আসতেই তিন/চার জন মুখোশধারী মোটরসাইকেল যোগে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্বজনরা তাকে দ্রুত ঢামেকে নিয়ে এলে মারা যায়। তবে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে স্বজনরা ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ১২ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।