ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়: রিজভী মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ কাশিমপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা গ্রেফতার চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ মাছ ব্যবসায়ী নিহত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

তিনি বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ কেবল একটি উপমা নয়, এটি বাঙালি জাতিসত্তার অংশ। মাছ দেশের অন্যতম নিরাপদ খাবার হলেও চাষের সময় দেয়া খাদ্যে ধাতব উপাদান পাওয়া যাচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। এগুলো অবশ্যই বর্জন করতে হবে।

বিভাগীয় কমিশনার আরও জানান, ময়মনসিংহ বিভাগে প্রায় দুই লাখের বেশি মৎস্যচাষী রয়েছেন। চাষকৃত মাছের উৎপাদন আশাব্যঞ্জক। এখন বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় শুধু মৎস্য সপ্তাহ নয়, সারাবছর পদক্ষেপ অব্যাহত রাখতে হবে এবং আরও অভয়াশ্রম গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দী এবং মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

আলোচনা সভায় মৎস্যচাষি, ব্যবসায়ী, আড়ৎদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

তিনি বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ কেবল একটি উপমা নয়, এটি বাঙালি জাতিসত্তার অংশ। মাছ দেশের অন্যতম নিরাপদ খাবার হলেও চাষের সময় দেয়া খাদ্যে ধাতব উপাদান পাওয়া যাচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। এগুলো অবশ্যই বর্জন করতে হবে।

বিভাগীয় কমিশনার আরও জানান, ময়মনসিংহ বিভাগে প্রায় দুই লাখের বেশি মৎস্যচাষী রয়েছেন। চাষকৃত মাছের উৎপাদন আশাব্যঞ্জক। এখন বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় শুধু মৎস্য সপ্তাহ নয়, সারাবছর পদক্ষেপ অব্যাহত রাখতে হবে এবং আরও অভয়াশ্রম গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দী এবং মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

আলোচনা সভায় মৎস্যচাষি, ব্যবসায়ী, আড়ৎদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।