মধ্যরাতে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

- আপডেট সময় : ০৩:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৯২ বার পড়া হয়েছে
লালমনিরহাট সদর, সংবাদদাতা
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে, মধ্যরাতে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ছে । এতে অনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রোববার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এতে তিনটি গোডাউনসহ ১৪টি দোকান ঘর পুড়ে গেছে। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
কাপড়ের দোকানের মালিক কাদের চৌধুরী জানান, তার দোকানে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার কাপড় ছিল। সামান্য কিছু কাপড় উদ্ধার করা গেলেও প্রায় ৫০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে ছাই হয়েছে।
মহেন্দ্রনগর বাজার সমিতির সভাপতি আব্দুল হাকিম খান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে একটি দোকানেই প্রায় অর্ধকোটি টাকার কাপড় পুরে গেছে। এছাড়াও একটি কসমেটিকস দোকান, কীটনাশক দোকান, একটি মুদির দোকান, টেইলার্স ও তিনটি গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী ওয়াদুদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।