ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

টানা বৃষ্টিতে ডুবছে কৃষকের স্বপ্ন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ৯৯ বার পড়া হয়েছে

মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা

টানা ভারি বর্ষণ এবং উজানের ঢলে ময়মনসিংহের শেরপুর ও নেত্রকোনার একাংশ প্লাবিত হয়েছে। এর ধারাবাহিকতায় মুক্তাগাছায় প্রায় ৬০০ হেক্টর আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। আগস্ট এবং সেপ্টেম্বর মাসের প্রচণ্ড বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে আমন ধান এবং শীতকালীন আগাম শাক-সবজি চাষিরা। এই পরিস্থিতির ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে সবজির দাম দ্বিগুণ বেড়ে গেছে, যা নিম্ন ও মধ্যবিত্তদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কৃষক মফিজ মিয়া ৪ বিঘা জমিতে আগাম লাউ চাষ করেছিলেন। শুরুতে ফলন ভাল হলেও, অবশেষে পানিতে গাছের সব লাউ পচে গেছে। তার ৮ বিঘা জমির ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা।

হালিম মিয়া বলেন, আমন ধান চাষ করেছিলাম। গত দুই মাসের টানা বৃষ্টির ফলে, আমার সব স্বপ্ন শেষ। আমার মতন মুক্তাগাছার অনেক কৃষক এখন ঋণের বোঝা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছে।

সাধারণত সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে বাজার শীতকালীন সবজিতে ভরপুর থাকে, তবে এবারে ফসল নষ্ট হওয়ার কারণে বাজারে এর প্রভাব পড়েছে। বর্তমানে প্রতিটি সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, যা ক্রেতাদের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

এদিকে উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, “উপজেলায় প্রায় ৬০০ হেক্টর জমি পানিতে নিমজ্জিত, যার অধিকাংশই আমন আবাদের জমি এবং বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে। যদি আর বৃষ্টি না হয়, তবে পানি কিছুটা কমে যাবে এবং ক্ষতির পরিমাণও কমবে।”

তিনি উল্লেখ করেন যে, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ বিবেচনায় বীজ ও সারের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বিভিন্ন খাল-বিল ভরাট হওয়ার কারণে।

নিউজটি শেয়ার করুন

টানা বৃষ্টিতে ডুবছে কৃষকের স্বপ্ন

আপডেট সময় : ১১:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা

টানা ভারি বর্ষণ এবং উজানের ঢলে ময়মনসিংহের শেরপুর ও নেত্রকোনার একাংশ প্লাবিত হয়েছে। এর ধারাবাহিকতায় মুক্তাগাছায় প্রায় ৬০০ হেক্টর আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। আগস্ট এবং সেপ্টেম্বর মাসের প্রচণ্ড বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে আমন ধান এবং শীতকালীন আগাম শাক-সবজি চাষিরা। এই পরিস্থিতির ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে সবজির দাম দ্বিগুণ বেড়ে গেছে, যা নিম্ন ও মধ্যবিত্তদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কৃষক মফিজ মিয়া ৪ বিঘা জমিতে আগাম লাউ চাষ করেছিলেন। শুরুতে ফলন ভাল হলেও, অবশেষে পানিতে গাছের সব লাউ পচে গেছে। তার ৮ বিঘা জমির ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা।

হালিম মিয়া বলেন, আমন ধান চাষ করেছিলাম। গত দুই মাসের টানা বৃষ্টির ফলে, আমার সব স্বপ্ন শেষ। আমার মতন মুক্তাগাছার অনেক কৃষক এখন ঋণের বোঝা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছে।

সাধারণত সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে বাজার শীতকালীন সবজিতে ভরপুর থাকে, তবে এবারে ফসল নষ্ট হওয়ার কারণে বাজারে এর প্রভাব পড়েছে। বর্তমানে প্রতিটি সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, যা ক্রেতাদের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

এদিকে উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, “উপজেলায় প্রায় ৬০০ হেক্টর জমি পানিতে নিমজ্জিত, যার অধিকাংশই আমন আবাদের জমি এবং বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে। যদি আর বৃষ্টি না হয়, তবে পানি কিছুটা কমে যাবে এবং ক্ষতির পরিমাণও কমবে।”

তিনি উল্লেখ করেন যে, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ বিবেচনায় বীজ ও সারের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বিভিন্ন খাল-বিল ভরাট হওয়ার কারণে।