ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাতুল সরকার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাতুল উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত ইন্দ্রজিত সরকারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার লিকেজ হয়ে ঘরের জানালাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। বিষয়টি বুঝতে না পেরে রাতুল জানালা বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু তখন আর কিছু করার ছিল না।

ওসি মো. মকবুল হোসেন বলেন, “এটি একটি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাতুল সরকার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাতুল উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত ইন্দ্রজিত সরকারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার লিকেজ হয়ে ঘরের জানালাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। বিষয়টি বুঝতে না পেরে রাতুল জানালা বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু তখন আর কিছু করার ছিল না।

ওসি মো. মকবুল হোসেন বলেন, “এটি একটি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।