ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

- আপডেট সময় : ০৭:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ১৫৭ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। পরিদর্শন শেষে বিনামূল্যে স্বাস্থ্য-সেবা ক্যাম্প উদ্বোধন করেন ত্রিশাল মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি নিতায় রায়, সাধারণ সম্পাদক প্রণব আচার্য সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন ডাঃ মাহবুবুর রহমান লিটন। এ সময় প্রতিটি পূজামণ্ডপে উনার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতাও করেন।