সংবাদ শিরোনাম ::
গণভবনকে জাদুঘরে রূপ দিতে কমিটি গঠিত হবে : উপদেষ্টা নাহিদ

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৪:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
গণভবনকে জাদুঘরে রূপ দিতে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গণভবন পরিদর্শন করে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ইতিমধ্যে কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে, গণভবন নামে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে।