কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে অংশীজনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ৯৬ বার পড়া হয়েছে
ফজলুল করিম ফারাজী,
কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারনা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের সাথে সমন্বয় সভা করেছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইসডিও)।স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধিনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ২০ অক্টোবর দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা, স্থানীয় সরকারের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহাজাহান আলী, ইএসডি জেলা ব্যবস্থাপক,মোছাঃ দৌলতুন্নেছা, ইউএসডিও জেলা ফোকাল ৩ প্রকল্পের অরুণ চন্দ্র অধিকারিসহ অনান্য সরকার বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।
বক্তব্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা বলেন, বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষ করে নারী, জাতিগত সংখ্যালঘু ও সুবিধা বঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তারা।