সংবাদ শিরোনাম ::
কুতুবদিয়ায় রান্নাঘরে পড়ে ছিল মা-মেয়ের গলাকাটা মরদেহ

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / ৬৪ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে রান্নাঘরের মেঝে থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কে বা করা তাদের হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ ও স্বজনরা।
নিহতরা হলেন- রুনা আক্তার ও শিশুসন্তান জারিয়া মনির।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানা পুলিশের ওসি আরমান জানান, কুতুবদিয়ার আলী আকবর ডেইলের শান্তিপাড়ার বাসিন্দা নুরু সওদাগর জুমার নামাজ পড়ে বাড়িতে আসেন। ঘরের দরজা খুলে দেখতে পান রান্নাঘরে তার স্ত্রী ও মেয়ের গলাকাটা নিথর দেহ পড়ে আছে। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, এই হত্যাকাণ্ডের রহস্য খোঁজার চেষ্টা করছেন তারা। স্বামী নুরু সওদাগর পুলিশের হেফাজতে রয়েছে।