সাংবাদিক তুহিন হত্যা ও আনোয়ার হোসেনের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ১২৩ বার পড়া হয়েছে
জাফর আহমেদ,কুড়িগ্রাম সংবাদদাতাr
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দৈনিক প্রলয় এর নিজস্ব সংবাদদাতা ও বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নিপীড়ন করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, শফিকুল ইসলাম বেবু, মাহফুজার রহমান টিউটর, আশরাফুল হক রুবেল। কর্মসূচিতে বক্তারা নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহত সৌরভের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৬ সাংবাদিকের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।