সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ৭৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৮

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১১:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / ৮৪ বার পড়া হয়েছে
রবিউল ইসলাম, লালমনিরহাট সদর
লালমনিরহাট জেলা পুলিশের অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৮জন কে আটক সহ ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের দিক নির্দেশে লালমনিরহাট সদর থানা, পাটগ্রাম, ও হাতীবান্ধা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৮জন আসামি গ্রেফতার সহ ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
ওয়ারেন্ট ভুক্ত আসামিদের জেল হাজতে প্রেরণ সহ মাদক মামলায় আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মাদক নির্মুলে নিয়মিত অভিযান সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।অপরাধ দমনে জনগন কে সচেতন সহ তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।