ত্রিশালে সওজ এর জমিতে ঘর তুলে লাকড়ির ব্যবসা

- আপডেট সময় : ০৬:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৪৫ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার, ত্রিশাল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল পৌর শহরের সুতিয়া নদীর তীরে সড়ক ও জনপথের বিশাল জায়গা জুড়ে ঘর তুলে দীর্ঘদিন সেখানে অবৈধ লাকড়ির ব্যবসা করছেন শাহজাহান মিয়া।
প্রতিরাতে বিভিন্ন বনাঞ্চাল থেকে ট্রাক ও লড়ি যোগে আসা কাঠ আনলোড করা হয়ে থাকে এখান থেকে। দিনের বেলায় এই লাকড়ী বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। তার এই অবৈধ ব্যবসায় স্থানীয় কয়েকজন নেতাদের সম্পৃক্ততা রয়েছে বলে শাহজাহান মিয়া দাবী করেছেন।
আরও পড়ুন
আত্রাই-নাটোর মহাসড়ক যেন মরণ ফাঁদ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
তেঁতুলিয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘চাঁদপুরে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন’
তিনি জানান, তিনি প্রায় ৮ বছর ধরে এই ব্যবসা করছেন। তার এ ব্যবসায় কেউ বাধা দেয়নি।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলামান আছে। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।