ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা

বিএনপি নেতার বাড়িতে হামলা, নেত্রকোণায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ৯৯ বার পড়া হয়েছে

শরীফুল মোমেন খান, নেত্রকোণা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ জুলাই স্থানীয় বিএনপি নেতার বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে পৌরশহরের বউ বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।’’

শফিকুল ইসলাম মামুন উপজেলার নাগডরা এলাকার বাসিন্দা। তবে তিনি পৌরশহরে বসবাস করতেন।

পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালানো হয়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় অর্ধশত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।’

আরও পড়ুন 

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন গ্রেপ্তার

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ২২ জন আটক

মঠবাড়িয়ার এক মাদ্রাসায় ৭ শিক্ষার্থীর জন্য শিক্ষক-কর্মচারী ১৬ জন

এসময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে চলে যায়। এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান বলেন, নিরাপত্তা কারণে আজ তাকে আদালতে পাঠানো হয়নি। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতার বাড়িতে হামলা, নেত্রকোণায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

শরীফুল মোমেন খান, নেত্রকোণা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ জুলাই স্থানীয় বিএনপি নেতার বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে পৌরশহরের বউ বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।’’

শফিকুল ইসলাম মামুন উপজেলার নাগডরা এলাকার বাসিন্দা। তবে তিনি পৌরশহরে বসবাস করতেন।

পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালানো হয়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় অর্ধশত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।’

আরও পড়ুন 

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন গ্রেপ্তার

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ২২ জন আটক

মঠবাড়িয়ার এক মাদ্রাসায় ৭ শিক্ষার্থীর জন্য শিক্ষক-কর্মচারী ১৬ জন

এসময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে চলে যায়। এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান বলেন, নিরাপত্তা কারণে আজ তাকে আদালতে পাঠানো হয়নি। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।’