কুড়িগ্রামে নারী প্রতারক আটক

- আপডেট সময় : ০৩:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১০৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার প্রতারনা করতে গিয়ে সালমা আক্তার স্মৃতি (৩২) নামের এক নারী প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে। অভাবের তাড়নায় সে বিভিন্ন জায়গায় প্রতারনা করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত ওই নারীকে জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসনে মঙ্গলবার দুপুরে মহিলাদের সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি (২৭) নামের এক প্রতারক টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে।
আরও পড়ুন
মা-মেয়ে খুনের ঘটনায় তিনজনের ফাঁসির আদেশ
বগুড়ায় ট্রাকচাপায় এক নারীর মৃত্যু, আহত ২
সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রাজারহাট থানায় খবর দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওই নারীকে ১৫১ ধারায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।