কেন্দুয়ায় রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ

- আপডেট সময় : ০৫:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১১২ বার পড়া হয়েছে
নেত্রকোণা সংবাদদাতা
নেত্রকোণার কেন্দুয়ায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় ব্যাটারি চালিত অটোরিকশার এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করেছে।
নিহত রিকশাচালক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর কাইল্যাইন গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. রাব্বানী (৩২)। সোমবার (২৮ অক্টোবর) রাতে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বড় কাইল্যাইন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ২ লক্ষাধিক টাকার টিউশন ফি আত্মসাৎ
মা-মেয়ে খুনের ঘটনায় তিনজনের ফাঁসির আদেশ
কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ সড়কের পাশে পড়ে থাকা লাশ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে, যা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। নিহতের স্বজনেরা পরে তার পরিচয় নিশ্চিত করেন।
ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
দৈনিক প্রলয়/এআর