সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে বিম ধসে দুই শ্রমিকের মৃত্যু

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০১:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৯৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি
আজ সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় একটি দোকানের বিম ধসে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আবু বক্কর (৪২) ও মৃত হাকিম আলীর ছেলে কামাল (৪০)।
জানা যায়, দুপুরে দুই শ্রমিক কেরানীপাড়ার উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এ সময় পুরনো সাটার খুলতে গেলে দোকানের বিম ধসে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
আরো পড়ুন:
- মেডিকেল টেকনোলজি-ফার্মেসি শিক্ষার্থীদের মহাখালী সড়ক অবরোধ
- ৪৫ দিন পর সাজেক ভ্যালির দুয়ার খুলছে আগামীকাল
- ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে
মহিপুর থানার ওসি (তদন্ত) মো. নোমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’