ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত ২৩

- আপডেট সময় : ০৫:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ১০০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ভারতের উত্তরাখণ্ডে রাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়েছে যাত্রীবোঝাই একটি বাস। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। বাসটি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে। ভেতরে এখনো কয়েকজন আটকে রয়েছে। সোমবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।কর্মকর্তারা এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে তবে মৃতের সংখ্যা আরো বাড়বে। কারণ বাসটি যখন ২০০ মিটার বা ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায় তখন এটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ (এসডিআরএফ) জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।
আরও পড়ুন:
- ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৬
- চিলমারী উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
- মিঠাপুকুরে গড়ে উঠেছে ৪ শতাধিক অবৈধ করাতকল
- পটুয়াখালীতে বিম ধসে দুই শ্রমিকের মৃত্যু
এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্সে (সাবেক টুইটারে) দেয়া এক পোস্টে তিনি বলেন, আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের খবরে আমি দুঃখিত। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্থানীয় আরটিও কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়েছে। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা দেয়া হবে। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেয়া হয়েছে।’