লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

- আপডেট সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৭৮ বার পড়া হয়েছে
রবিউল ইসলাম, লালমনিরহাট
সারা দেশের ন্যায় লালমনিরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১০ নভেম্বর) জেলা বিএনপির আয়োজনে বিকাল ৪ টায় লালমনিরহাট শহীদ মুক্ত মঞ্চ জেলা বিএনপি, পৌর বিএনপি,সদর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা নিয়ে সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হয়। এরপর বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে মুক্ত মঞ্চ থেকে মিশন মোর মিলিত হয় হমার বাড়ি এসে শেষ হয় ।
আরো পড়ুন-
- সদরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আকস্মিক স্কুল পরিদর্শনে ইউএনও, শিক্ষার্থী উপস্থিতি নিয়ে কড়া বার্তা
- কুড়িগ্রামে অপহরণ ও চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়। পড়ে নেতাকর্মীর উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিহাট জেলা বিএনপির সভাপতি – অধ্যক্ষ আসাদুলহাবিব দুলু । এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।