সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের বিকল্প নেই: জোনায়েদ সাকি

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলা বাংলা একাডেমিতে ভয়েস ফর রিফর্ম-এর আয়োজনে মেরামত আলাপ-২-এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, ৭২ সংবিধানে প্রধানমন্ত্রীকে অপরিসীম ক্ষমতা দেয়া হয়েছে পাশাপাশি কোন জবাবদিহিতার জায়গা নেই। ফলে সংবিধান সংশোধন জরুরি মনে করেন তিনি।
এ সময় রাষ্ট্রবিজ্ঞানী রণক জাহান বলেন, ৭২ এর সংবিধানের ক্ষেত্রে সবাই ঐক্যমত্য ছিল। বর্তমানে সেই ঐক্যমত নেই। কোনো আইন বা সংবিধান স্বৈরাচার শাসক জন্ম দেয় না বলে মন্তব্য করেন তিনি।
দেনিক প্রলয়/ এমএআর