গৃহবধূর লাশ উদ্ধার

- আপডেট সময় : ০২:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ৭৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় মিনি রানী (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম রতনদী গ্রামে ভিকটিমের বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই গ্রামের অনুকুল মন্ডলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকাল ৯টার দিকে মিনি রানীর কোন সাড়াশব্দ না পেলে বাড়ির লোকজন ঘরের ফাঁক দিয়ে ভিতরে উঁকি মারেন। এসময় তারা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ওই সময় ঘরে কেউ ছিলেন না।
স্বামী অনুকুল মন্ডল উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর হাইস্কুলে শিক্ষকতা করেন। অনুকুল মাস্টার কর্মস্থলেই থাকেন। মাঝেমধ্যে তিনি বাড়ি আসতেন।
জানা গেছে, নিহত মিনি রানীর বাবার বাড়ি জেলার বাউফল উপজেলার কালিশ্বরী ইউনিয়নে। ওই দম্পতির কোন সন্তান ছিলনা। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।