ত্রিশালে বিএনপির মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৭:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ৯০ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার
ময়মমনসিংহের ত্রিশালে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ত্রিশাল উপজেলা বিএনপির অধীনস্থ ৫নং রামপুর ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কাকচর আদর্শ বাজার প্রঙ্গনে শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঞা।
রামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মজিবুল ইসলাম সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহির মো. আতাউর রহমান শামীম, মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, জিয়াউল হাসান জামিল, আব্দুল আউয়াল ফরাজী, আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন প্রমূখ।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।