কুড়িগ্রামে জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ১৩৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সদর প্রতিনিধি
কুড়িগ্রামে কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে ঘিরে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। শনিবার (২৩ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পরিষদ হতে মিকুড়িগ্রামে জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিতছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে কুড়িগ্রাম পৌর টাউন হল অডিটোরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মিঞা মিজানুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম রাজা, খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মজিবর রহমান, লালমনিরহাট জেলা শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলু, লালমনিরহাট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস, কুড়িগ্রাম জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, মোঃ মতিয়ার রহমান, জেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আঃ জলিল , রিজন, আজিজুল, মাসুম, নুুরু, লিটন,এরশাদুল, রিয়াজুল, ও কুলি শ্রমিক কাদের, সিদ্দিক, ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মিঞা মিজানুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর ইতিহাসের জঘন্যতম স্বৈরাচার শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়েছে। ভারতে গিয়ে নতুন করে ষড়যন্ত্রের নীল নকশা করছে যাতে এই দেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলা যায়। এই ষড়যন্ত্রকে রুখতে স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার অগ্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো জীবন বাজি রেখে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে বিএনপির সাথে শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মকান্ডকে আরো গতিশীল করতে আজকের এ কর্মী সমাবেশ। দল ও জনগণের স্বার্থে সততা নিষ্ঠা ও দায়িত্বের সাথে দলে সবাই ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
কর্মী সভায় রংপুর বিভাগীয় শ্রমিকদলের যুগ্ম আহবায়ক এ্যাড,আমিরুল ইসলাম ফাকু’র সভাপতিত্বে ও রংপুর বিভাগীয় শ্রমিক দলের সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিনের সঞ্চালনায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।