ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ২২২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সদর প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ৫১৬টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামেও কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন চলছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পৃথকভাবে জেলা ও উপজেলা সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশরা এই কর্মসূচি পালন করে। টানা সাইত্রিশ দিন ধরে তারা এই কর্মসূচি পালন করে আসছে। আন্দোলনে অংশ নেওয়া নকল নবিশরা বলেন, দেশের রাজস্ব খাতে তাদের অবদান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন। কোনো সরকারই তাদের দাবি পূরণ করেনি। তারা অন্তর্র্বতী সরকারের কাছে চাকরি জাতীয়করণের দাবি জানান।

কুড়িগ্রাম জেলা সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ হিসেবে কর্মরত মোঃ ইলিয়াস আহমেদ বলেন, সারা বাংলাদেশের নকল নবিশরা আমরা এক হয়েছি। আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে অনুরোধ করবো সকল নকলনবিশদের যেনো জাতীয়করণ করা হয়। আমাদের আইজিআর স্যার এবং সচিবলায়ের সচিবদের অনুরোধ করবো যেনো নকলনবিশদের প্রতি সদয় হোন। আমরা দীর্ঘদিন যাবত না খেয়ে বৈষম্যের শিকার হয়ে নির্ঘুম থেকে অনবরত পরিশ্রম করে যাচ্ছি।

আমরা ১৬ হাজার পরিবার যেনো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি এইটুকু আশা নিয়ে আন্দোলনে নেমেছি। আমাদের দাবী দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। কুড়িগ্রাম সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ হিসেবে কর্মরত মোঃ কামরুল হাসান বলেন, আমাদের দাবি যৌক্তিক। আমরা যৌক্তিক দাবিতেই আন্দোলন করছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই কর্মসূচি পালন করছি। আমাদের দাবী দাওয়া সচিবালয় এবং প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে আমরা পৌঁছিয়েছি। আমাদের দাবী দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। এ সময় ‘এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন আন্দোলন কর্মসূচিতে অংশ নেয়া নকল নবিশরা।

নিউজটি শেয়ার করুন

নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৪:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

কুড়িগ্রাম সদর প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ৫১৬টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামেও কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন চলছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পৃথকভাবে জেলা ও উপজেলা সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশরা এই কর্মসূচি পালন করে। টানা সাইত্রিশ দিন ধরে তারা এই কর্মসূচি পালন করে আসছে। আন্দোলনে অংশ নেওয়া নকল নবিশরা বলেন, দেশের রাজস্ব খাতে তাদের অবদান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন। কোনো সরকারই তাদের দাবি পূরণ করেনি। তারা অন্তর্র্বতী সরকারের কাছে চাকরি জাতীয়করণের দাবি জানান।

কুড়িগ্রাম জেলা সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ হিসেবে কর্মরত মোঃ ইলিয়াস আহমেদ বলেন, সারা বাংলাদেশের নকল নবিশরা আমরা এক হয়েছি। আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে অনুরোধ করবো সকল নকলনবিশদের যেনো জাতীয়করণ করা হয়। আমাদের আইজিআর স্যার এবং সচিবলায়ের সচিবদের অনুরোধ করবো যেনো নকলনবিশদের প্রতি সদয় হোন। আমরা দীর্ঘদিন যাবত না খেয়ে বৈষম্যের শিকার হয়ে নির্ঘুম থেকে অনবরত পরিশ্রম করে যাচ্ছি।

আমরা ১৬ হাজার পরিবার যেনো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি এইটুকু আশা নিয়ে আন্দোলনে নেমেছি। আমাদের দাবী দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। কুড়িগ্রাম সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ হিসেবে কর্মরত মোঃ কামরুল হাসান বলেন, আমাদের দাবি যৌক্তিক। আমরা যৌক্তিক দাবিতেই আন্দোলন করছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই কর্মসূচি পালন করছি। আমাদের দাবী দাওয়া সচিবালয় এবং প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে আমরা পৌঁছিয়েছি। আমাদের দাবী দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। এ সময় ‘এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন আন্দোলন কর্মসূচিতে অংশ নেয়া নকল নবিশরা।