ভাঙ্গায় চলাচলের রাস্তা কেটে ফেলায় ভোগান্তিতে এলাকাবাসী

- আপডেট সময় : ০৪:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ১৪০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের উথুলী গ্রামে এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি কেটে মাটি অন্যত্র সরিয়ে চলাচলের অযোগ্য করে ফেলেছে একটি প্রভাবশালী প্রতিপক্ষ। এর ফলে এলাকার কয়েকটি গ্রামের জনসাধারণ পড়েছে চরম ভোগান্তিতে। রাস্তাটি না থাকায় গ্রাম থেকে নারী- শিশু,বৃদ্ধ সহ সর্বস্তরের লোকজন পড়েছে মহা বিপাকে। ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
জানা গেছে, উপজেলার আজিমনগর ইউনিয়নের উথুলী গ্রামে ৫ নং ওয়ার্ডের জাইকার পাকা রাস্তা হতে হযরত কদম( রহঃ) বাড়ির পূর্ব পার্শ্ব হতে কুদ্দুস তালুকদারের বাড়ি পর্যন্ত এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য একটি রাস্তা নির্মান হয় প্রায় একযুগ পূর্বে। রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত লোকজন স্কুল কলেজ,চিকিৎসা কেন্দ্র,হাট- বাজার সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তাছাড়া গ্রামের কৃষি ও অন্যন্য উৎপাদিত পন্য ভ্যানসহ বিভিন্ন পরিবহনযোগে বহন করে। জনস্বার্থ বিবেচনায় সম্প্রতি ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ( কাবিখা) কর্মসূচির আওতায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ। স্থানীয় সূত্রে প্রকাশ গ্রামের নান্নু তালুকদার এবং বাবলু তালুকদার, ফরহাদ তালুকদার গংদের সাথে পারিবারিক বিরোধ ও শত্রুতা চলে আসছিল। কিন্ত ওই গ্রামের একটি প্রভাবশালী প্রতিপক্ষ বাবলু তালুকদার, লাবলু তালুকদার, মকবুল তালুকদার, ফরহাদ তালুকদার, মকবুল সহ সংঘবদ্ধ হয়ে রাস্তাটি তাদের নিজেদের জায়গায় দাবী করে বিশাল অংশের মাটি কেটে ট্রাকে করে অন্যত্র সরিয়ে ফেলে।
গত রোববার সকালে এলাকাবাসী গিয়ে দেখে রাস্তার জায়গা অন্তত ৮/৯ ফুট গভীর করা হয়েছে। এতে লোকজনের চলাচলের রাস্তাটি একেবারেই বন্ধ হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকার শত শত লোক রাস্তার কাটা অংশের দু,পাশে দাড়িয়ে রয়েছে। খবর পেয়ে স্থানীয় ইইপি চেয়ারম্যান শাহ জাহান হাওলাদার ঘটনাস্থলে গিয়ে সত্যতা দেখতে পান। এ সময় প্রভাবশালী পক্ষটি তার সাথেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। ভুক্তভোগী নান্নু তালুকদারের সাথে কথা হলে তিনি বলেন, এলাকার প্রভাবশালী বাবলু তালুকদার, মকবুল তালুকদার, লাবলু তালুকদার গংরা সংঘবদ্ধভাবে ভোর হবার পূর্বেই রাস্তাটি কেটে ফেলে। আমরা ঘটনাস্থলে যাওয়া মাত্রই ২০/২৫ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমাদের তাড়া করে। তারা হুমকি দিয়ে বলে এই রাস্তা দিয়ে যে আসবে তাকেই খুন করে ফেলবো।আমরা প্রান ভয়ে পালিয়ে ঘরে আশ্রয় নিলে তারা সেখানেও হানা দেয়। আমরা তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। একই কথা বলেন এলাকার নারী সহ ২০/২৫ জন ব্যাক্তি। তারা অসুস্থ্য রোগী পরিবহন এবং শিশুদের নিয়ে স্কুলে যেতে নানা ভোগান্তির কথা জানান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, জনগনের ভোগান্তি লাঘবে রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্ত প্রভাবশালী পক্ষটি কোন কিছুর তোয়াক্কা না করে রাস্তাটি কেটে ফেলে। তারা কোন কথারই তোয়াক্কা করছেনা। এ ব্যাপারে কথা হয় পক্ষটির বাবলু তালুকদার, লাবলু তালুকদার, ফরহাদ তালুকদার সহ প্রতিপক্ষরা। তারা রাস্তা কেটে ফেলার কথা স্বীকার করে বলেন, আমরাই কেটে ফেলেছি। এদিকে এলাকাবাসী কয়েকজন বয়োঃবৃদ্ধ ব্যাক্তি জানান,একটি পারিবারিক বিরোধ নিয়ে ঘটনার জেরে রাস্তাটি কেটে ফেলা হলো।তারা অবিলম্বে এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।