সংবাদ শিরোনাম ::
কলমাকান্দায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০১:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৭৭ বার পড়া হয়েছে
কলমাকান্দা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে ময়মনসিংহের ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে এই ক্যাম্পের আয়োজন করে। এসময় চক্ষু চিকিৎসা নিতে আসা শনিবার দুপুর ১ টা পর্যন্ত ২ হাজার ৫০০ জন রোগী রেজিষ্ট্রেশন করে।
ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রোগীদের চিকিৎসা সেবায় ৮ জন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দল সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনা মূল্যে চশমা সহ ঔষধ দেওয়া হয়েছে। ছানপড়া রোগীদের সনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্যাগস :
কলমাকান্দায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা