অনাস্থা ভোটে হেরে ফ্রান্স সরকারের পতন

- আপডেট সময় : ০১:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
আন্তর্জ াতিক ডেস্ক
ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বুধবার (৪ ডিসেম্বর) ফ্রান্সের পার্লামেন্টের ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন বার্নিয়েরের সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। এর মধ্যদিয়ে ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন মিশেল বার্নিয়ে সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬২ সাল থেকে কোনো ফরাসি সরকারকে এ ধরনের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়নি। শিগগিরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে বার্নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বার্নিয়ে দেশটির বর্ষীয়ান রাজনীতিক।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ রাজনৈতিক সংকটের মুখে পড়তে হয় বার্নিয়েকে। পরবর্তী জাতীয় বাজেট পাস করানো নিয়ে সংকট বাড়ে আরও। এরই ধারাবাহিকতায় বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনেন।
প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে এই অনাস্থা ভোটের ফলাফলের প্রভাব সরাসরি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ওপর পড়বে না। ফ্রান্সে প্রেসিডেন্টের জন্য আলাদাভাবে ভোটগ্রহণ হয়ে থাকে।
ম্যাক্রোঁ বলেছেন, বুধবারের ভোটের ফলাফল যাই হোক না কেন তিনি পদত্যাগ করবেন না।
অস্তিত্বহীন সরকারের বিব্রতকর পরিস্থিতি এড়াতে ম্যাক্রোঁ দ্রুত একজন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ এই সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প প্যারিস সফরে আসছেন।