ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৫ ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দরে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে পাঁচ ইটভাটাকে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান জানান, মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স আল মদিনা ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৭৫ হাজার টাকা ও মেসার্স হাজী অটো ব্রিকসকে এক লাখ টাকাসহ পাঁচ ইটভাটাকে মোট তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, অভিযানে ওই পাঁচটি ইটভাটায় কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

৫ ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০২:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দরে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে পাঁচ ইটভাটাকে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান জানান, মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স আল মদিনা ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৭৫ হাজার টাকা ও মেসার্স হাজী অটো ব্রিকসকে এক লাখ টাকাসহ পাঁচ ইটভাটাকে মোট তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, অভিযানে ওই পাঁচটি ইটভাটায় কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।