সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক : মীরসরাইয়ে আমন ধান কাটা শুরু

- আপডেট সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৭৩ বার পড়া হয়েছে
মীরসরাই প্রতিনিধি
মীরসরাইয়ে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। ক্ষেত থেকে সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। সকাল থেকে ধান কেটে ঘরে তুলতে যেন সন্ধ্যা গড়িয়ে আঁধার নেমে আসছে। অসচ্ছলতার কবল থেকে রক্ষা পেতে দিনরাত পরিশ্রম চলছে তাদের। সরেজমিনে উপজেলার সদর, খৈয়াছড়া, মায়ানী, সাহেরখালী, ওয়াহেদ পুর ওন হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, দিগন্তজুড়ে আমন ধানের মনকাড়া সোনালী রঙের অপরূপ সৌন্দর্য নজর কাড়ছে যে কারোই। ফলন ভালো হওয়ায় কৃষকেরাও খুশি।
জামালপুর গ্রামের কৃষক জালাল আহৃেদ জানান, তিনি এই বছর ৬০ শতক জমিতে হাইব্রিড জাতের ধান, ৩০ শতক জমিতে ৪৯ জাতের ধান এবং ৩০ শতক জমিতে বি আর ২২ জাতের ধান চাষ করেছন। ফলন ভালো হওয়ায় দামও ভালো পাবেন বলে আশা করছেন। উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, জমিতে আমন ধান কেটে আঁটি করে বাড়ির উঠোনে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই আবার জমিতেই ধান মাড়াই করছেন। আমন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে কৃষকদের মনে বিরাজ করছে যেন উৎসব।
আরো পড়ুন-
- মুক্তাগাছায় তাঁতীলীগ নেতা গ্রেপ্তার
- বিপুল পরিমাণ বকেয়াবিদ্যুৎ বিল নিয়ে বিপাকে রাসিক।
- বিপুল পরিমাণ বকেয়াবিদ্যুৎ বিল নিয়ে বিপাকে রাসিক।
তাছাড়া এখন বাজারে ধানের দাম ভালো থাকায় এবার লোকসান হওয়ার আশঙ্কা নেই। কৃষকরা আমন ধান তোলার পর জমিতে শীতকালীন শাকসবজি ও ডাল জাতীয় ফসল আবাদ করবেন বলে জানা গেছে। অনেকে সবজি চাষের জন্য প্রস্তুত করছেন জমি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মীরসরাইয়ে এই বছর ১৯ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কয়েকটি এলাকায় বন্যার কারণে আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে তাই ১৭ হাজার ৯শ ২০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উপজলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, এই বছর বন্যার কারণে কয়েকটি ইউনিয়নে রোপা আমনের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরেও এই এলাকার আবহাওয়া অনুকূলে থাকায় এবং ভালো ফলন হওয়ায় ধান চাষে আগ্রহী এ অঞ্চলের কৃষকরা।