ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনা : সন্তানকে নিরাপদ স্থানে ফেলে পিষ্ট হলেন মা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন স্ত্রী। স্বামী ও দুই সন্তান সুস্থ আছেন। নিহতের নাম মাসুমা খাতুন (২৮)। তিনি বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে।

জানা যায়, গতকাল বুধবার সকালে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়ি থেকে নগরীর টেক্সটাইল এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যেতে রওনা দেন মিজানুর রহমান। এ সময় এক বছরের এক মেয়েকে মায়ের কোলে এবং সাড়ে ৩ বছরের ছেলেকে মোটরসাইকেলের সামনে বসান।

একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ব্রেক কষেন তিনি। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ার সময় সন্তানকে রক্ষা করতে পাশের রাস্তায় ছুড়ে ফেলেন মাসুমা। এ সময় পেছনের দিক থেকে আসা গ্যাস সিলিন্ডিার বোঝাই করা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরো পড়ুন-
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, ‘ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানুর রহমান ও তার দুই সন্তান সুস্থ আছেন। তবে কন্যাসন্তান ছিটকে পড়ে হাতে-পায়ে আঘাত পেয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

দৈনিক প্রলয় এএএস

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেল দুর্ঘটনা : সন্তানকে নিরাপদ স্থানে ফেলে পিষ্ট হলেন মা

আপডেট সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক 

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন স্ত্রী। স্বামী ও দুই সন্তান সুস্থ আছেন। নিহতের নাম মাসুমা খাতুন (২৮)। তিনি বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে।

জানা যায়, গতকাল বুধবার সকালে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়ি থেকে নগরীর টেক্সটাইল এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যেতে রওনা দেন মিজানুর রহমান। এ সময় এক বছরের এক মেয়েকে মায়ের কোলে এবং সাড়ে ৩ বছরের ছেলেকে মোটরসাইকেলের সামনে বসান।

একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ব্রেক কষেন তিনি। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ার সময় সন্তানকে রক্ষা করতে পাশের রাস্তায় ছুড়ে ফেলেন মাসুমা। এ সময় পেছনের দিক থেকে আসা গ্যাস সিলিন্ডিার বোঝাই করা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরো পড়ুন-
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, ‘ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানুর রহমান ও তার দুই সন্তান সুস্থ আছেন। তবে কন্যাসন্তান ছিটকে পড়ে হাতে-পায়ে আঘাত পেয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

দৈনিক প্রলয় এএএস