Categories: ফিচার

গাছি সংকটে শূণ্য রসের হাড়ি

নিজস্ব প্রতিবেদক

ছয় ছেলের মধ্যে একজনও গাছে উঠতে পারে না অথচ এই রস দিয়েই ভাত খেয়ে স্কুলে যেত ছেলেরা এমনটাই বলছিলেন গাছি আব্দুর রাজ্জাক। শীতকালের সঙ্গে জড়িয়ে আছে খেজুরের রস। কুয়াশার চাদরে মোড়া শীতের সকালে খেজুরের রস পানের সঙ্গে জড়িয়ে আছে বাঙালি অমৃত স্বাধের স্মৃতি। তারই সাথে সাথে জড়িয়ে আছে রস দিয়ে বানানো বাহাড়ি শীতের পিঠা-পায়েস। দেশের অন্যান্য জেলার মতোই ইতিমধ্যেই ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়ও জেকে বসেছে শীত। শীতের সকালে গাছিদের খেজুরের রস সংগ্রহের কর্মচাঞ্চল্য দেখা যেত। সকাল হলে বাড়ি বাড়ি রস জ্বাল করে গুড় তৈরি করা হত। তবে এ বছর কিছুটা ভিন্ন চিত্র চোখে পড়েছে। রস সংগ্রহের ভরা মৌসুমে মুক্তাগাছা উপজেলায় শত শত খেজুর গাছ থাকলেও রস সংগ্রহে গাছিদের কোন তৎপরতা দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন মুক্তাগাছায় কোন প্রশিক্ষিত গাছি নেই তাই এমন দশা।

তবে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সংস্থা গাছিদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেও মুক্তাগাছায় তেমনটি দেখা যায়নি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শত শত খেজুর গাছ পরিত্যাক্ত পড়ে আছে। গাছির অভাবে গাছগুলো পরিত্যাক্ত থাকায় অনেক খেজুর গাছের মালিক গাছগুলো ইট ভাটায় বিক্রি করে দিচ্ছেন। এছাড়াও অনেক গাছের মালিকেরা বলছেন, অনেক গাছি এখন তাদের আগের পেশা ছেড়ে দিয়েছেন। তাই সময়মতো গাছি পাওয়া যাচ্ছে না। এ জন্য খেজুর গাছ খালি পড়ে থাকছে। শুধু গাছ ফেলে রেখে জমি নষ্ট করার দরকার কি ? তার মধ্যে গ্রামে সৌখিন রস চোরের উৎপাত বেড়েছে। গাছ কেটে রেখে গেলে রাতে এসে রস নিয়ে হাড়ি ভেঙ্গে ফেলে দিয়ে যায়। সকালে এসে এ অবস্থা দেখলে আর গাছ কাটাতে মন চায় না। উপজেলার কান্দিগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, দুই জন গাছি খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য হাড়ি বসাচ্ছেন।

প্রশ্নের জবাবে গাছি সুবহান হোসেন বলেন, আমরা চাপাই নবাবগঞ্জ থেকে এসেছি মুক্তাগাছায়। আমরা কান্দিগাঁও এলাকায় ৭০টি খেজুর গাছ লিজ নিয়ে রস সংগ্রহ করছি। পরে এই রস জ্বাল দিয়ে গুড় তৈরি করে বিক্রি করি। আরোও অনেক গাছ লিজ নিতে পারতাম কিন্তু লোক সংকটের জন্য নিতে পারিনি। খেজুর গাছ মালিক আলামিন বলেন, আমার খেজুর গাছ লিজ দিয়েছি। একটি খেজুর গাছের জন্য এই সিজনে আমাকে এক কেজি গুড় দিবে। এছাড়াও মাঝে মধ্যে সকালে কাঁচা রস নিতে পারবো খাওয়ার জন্য। গাছি নাই বিধায় বাধ্য হয়েই এভাবে গাছগুলো দিতে হচ্ছে। আমাদের এলাকায় যদি গাছির অভাব না থাকতো তাহলে রস বেশি পেতাম। বাদে মাঝিরা গ্রামের গাছি আদম আলী বলেন, ২২ বছর ধরে গাছ কাটছি। বয়সের ভাড়ে এখন আর গাছে উঠতে পারি না। তবুও এলাকার লোকজন ছাড়ছেনা তাই বাধ্য হয়েই ছোট ছোট ২৫টি খেজুর গাছ বেঁছে নিয়েছি যেন কষ্ট কম হয়। আদম আলীর বড় ভাই আব্দুর রাজ্জাক বলেন, মানকোনে প্রায় ১ হাজারের উপরে গাছ আছে।

এই এলাকায় বংশ পরম্পরায় শুধু আমরাই গাছ কাটতাম। কিন্তু আমাদের ছেলেরা এই পেশায় আসতে রাজি না। তার মধ্যে গাছ কেটে সকালে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করতে নিয়ে গেলে অনেকেই নিপা ভাইরাসের ভয়ে রস খেতে চায় না। অথচ আমরা রস সংগ্রহ করার সময়ই গাছে নেট ব্যবহার করি যেন কোন পোকা-মাকর বা বাদুর বসতে না পারে। মানকোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম তাঁরা বলেন, গাছি সংকটে অনেক গাছ থেকে রস সংগ্রহ করতে পারছে না। অনেক গাছি এ পেশা ছেড়ে চলে গেছে আবার অনেকেই বয়সের কারণে এ পেশা ছেড়ে দিয়েছেন। আমাদের চিরচেনা সেই খেজুর রসের পিঠা-পায়েশ খাওয়ার ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং গাছি সংকট নিরসনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাছি প্রশিক্ষণের মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মনে করি। মুক্তাগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন বলেন, আমাদের খেজুর গাছ নিয়ে আলাদা কোন কার্যক্রম নেই। তবে গাছি সংকটে গাছ কাটতে পারছে না এ বিষয়ে এখনও কোন কৃষক আমাদের কাছে আসেনি। তবে এ ব্যাপারে আমাদের কাছে সহযোগিতা চাইলে আমারা গাছি প্রশিক্ষণের ব্যবস্থা করবো।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

২০ আগস্টের মধ্যে জুলাই সনদের মতামত জানাবে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…

42 minutes ago

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

2 hours ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

2 hours ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

2 hours ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

2 hours ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

This website uses cookies.