কুয়েতে বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

- আপডেট সময় : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ১১২ বার পড়া হয়েছে
বিলাল উদ্দিন, কুয়েত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল কুয়েত শাখার উদ্যোগে (১৯ ডিসেম্বর রাতে) কুয়েত হিজিল এলাকার একটা রিসোর্টে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়েত বিএনপির নেতা আক্তারুজ্জামান শামসের সভাপতিত্বে সৈয়দ আরিফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, বিএনপি নেতা মুস্তাফা কামাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বেলায়েত হোসেন, বকুল মিয়া,রফিকুল ইসলাম, মোহাম্মদ আরাফাত, মিজানুর রহমান চৌধুরী, আমিনুল হক রবিউল হক প্রমূখ। আলোচনা সভা জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। শেষে কুয়েত প্রবাসী বাংলাদেশী শিল্পীদের পরিবেশনায় গভীর রাতবর চলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।