মুক্তাগাছায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

- আপডেট সময় : ০৬:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৭১ বার পড়া হয়েছে
মুক্তাগাছা সংবাদদাতা
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কামরুন্নাহার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কামরুন্নাহারের স্বামী আদিল মালয়েশিয়া প্রবাসী।
শুক্রবার রাত আড়াই টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের দাওগাঁও দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কামরুন্নাহার উপজেলার কাশিমপুর ইউনিয়নের দিঘুটিয়া গ্রামের ছালাম ফরাজির কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত কারণে ঐ নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন দৈনিক প্রলয়কে জানায়, থানায় অবহিত করা হলে এস আই সেলিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য মমেক এ পাঠানো হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি এবং আত্মহত্যার কারন জানা যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।