পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ১২৪ বার পড়া হয়েছে
রবিউল হাসান রাজিব
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামীর সঞ্চলনায় ও সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রবিউল হাসান (রাজিব), প্রচার সম্পাদক হামজা শেখ, মহিলা বিষয়ক সম্পাদক, শারমিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, আবুল হাসেম ও সদস্য উৎপল সরকার উপস্থিত ছিলেন।
মাসিক সভায় সবার সম্মতিক্রমে পাংশা উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্য নেওয়া হয়েছে। তারা হলেন দৈনিক সংবাদ চিত্র পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ তুহিন মন্ডল, পাংশা উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, ক্রাইম রিপোর্টার অতুল সরকার, দৈনিক বাঙালি সময় পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মোঃ বাপ্পারাজ খাঁন ও সাপ্তাহিক পাংশা বার্তার প্রতিনিধি মোঃ মেহেদী হাসান বিশ্বাস। সভায় প্রেসক্লাবের সদস্যদের আরো সক্রিয় হয়ে কাজ করার আহ্বান করেন সভাপতি এ কে আজাদ।
ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে ক্লাবের সদস্যরা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সবাইকে আহ্বান করেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু।