ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তরুনীর আপত্তিকর ছবি ভাইরাল করায় প্রতারক গ্রেফতার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / ৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

নেত্রকোনা সদর উপজেলার মরিয়ম আক্তার(১৭)(ছদ্মনাম) বর্তমানে একটি মহিলা কওমি মাদ্রাসার শিক্ষিকা। আনুমানিক ২ বছর পূর্বে বিবাদী শিব্বির রহমান শিবলি(২২) এর সাথে ফেইসবুকে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক হয়। আনুমানিক ১ বছর আগে উক্ত বিবাদী ভিকটিমের সাথে দেখা করার উদ্দেশ্যে বাড়ীতে এসে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কৌশলে ব্যক্তিগত আপত্তিকর ছবি নিয়ে নেয়।

পরবর্তীতে বিবাদী মাঝে মধ্যেই বিভিন্ন অযুহাতে টাকা চাইতো, চাহিদা মোতাবেক টাকা দিতে আপত্তি জানালে তার কাছে থাকা ভিকটিমের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি দেখাতো।

বিবাদীর চাহিদা মোতাবেক বিভিন্ন সময়ে বিভিন্ন অংকে সর্বমোট ১৫,০০০/- (পনের হাজার) টাকা দেয়। বিবাদী তার মোবাইল হতে ফোন দিয়ে কূ-প্রস্তাব দিতো কিন্তু ভিকটিম কূ-প্রস্তাবে রাজি না হলে বিবাদীর চাহিদা মোতাবেক টাকা দিয়ে তাকে খুশি করতে বলতো। ভিকটিম তার কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় এবং তার চাহিদা মোতাবেক টাকা দিতে না পারায় উক্ত বিবাদী রাগে ক্ষোভে গত ২২/১১/২০২৪খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় ভিকটিমের ব্যবহৃত আরবি অক্ষরে “ঋতু পরি” নামক ফেইসবুক আইডিতে Mehrun Jannat Mehrun Jannat নামক ফেইক ফেইসবুক আইডি হতে ম্যাসেজ করে ১৫,০০০/- (পনের হাজার টাকা) দাবি করে এবং ১ ঘন্টার মধ্যে ভিকটিমকে উক্ত বিবাদীর নাম্বারে চাহিত টাকা পাঠাতে বলে। অন্যথায়

আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে। পরবর্তিতে ভিকটিমের নাম ও ছবি ব্যবহার করে Ritu Ahmed নামে একটি ফেইক ফেইসবুক একাউন্ট তৈরি করে এবং ভিকটিমের ছবি ব্যবহার করে খারাপ খারাপ ছবি পোস্ট করে।

শেষ ভরসা হিসেবে জাতীয় জরুরী সেবা “৯৯৯” এ কল দিলে ভিকটিম‘কে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করিয়ে দেয়। সে একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত বিবাদীর বর্তমান অবস্থান সনাক্ত করে। একটি আভিযানিক দল ইং-২২/১২/২০২৪ তারিখ রাত্রী ৩টার সময় নেত্রকোনা জেলার সদর থানাধীন নাগরা এলাকার ভাড়া বাসা থেকে শিব্বির রহমান শিবলি(২২) কে গ্রেফতার করে উপস্থিত সাক্ষিদের সামনে তার শরীর তল্লাশি করে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে এবং জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনায় ভিকটিমের আপত্তিকর ছবি এবং Ritu Ahmed I Mehrun Jannat Mehrun Jannat নামক দুইটি ফেইক ফেইসবুক একাউন্টসহ ফেইক ফেইসবুক আইডির ম্যাসেঞ্জার হতে ভিকটিমের বিভিন্ন পরিচিতজন এবং ভিকটিমের আইডিতে পাঠানো আপত্তিকর ছবি ও ম্যাসেজ পাওয়া যায়। অপারেশন টিমের ইনচার্জ এসআই(নিঃ) তারেক রহমান উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে বিবাদীর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ তালিকা মূলে জব্দ করে এবং ধৃত আসামী শিব্বির রহমান শিবলি(২২)‘কে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তীতে ধৃত আসামীকে নেত্রকোনা জেলার কোতোয়ালী থানায় সোপর্দ করে। নেত্রকোনা সদর থানায় ২২/১২/২০২৪ তারিখ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে।

নিউজটি শেয়ার করুন

তরুনীর আপত্তিকর ছবি ভাইরাল করায় প্রতারক গ্রেফতার

আপডেট সময় : ১১:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার

নেত্রকোনা সদর উপজেলার মরিয়ম আক্তার(১৭)(ছদ্মনাম) বর্তমানে একটি মহিলা কওমি মাদ্রাসার শিক্ষিকা। আনুমানিক ২ বছর পূর্বে বিবাদী শিব্বির রহমান শিবলি(২২) এর সাথে ফেইসবুকে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক হয়। আনুমানিক ১ বছর আগে উক্ত বিবাদী ভিকটিমের সাথে দেখা করার উদ্দেশ্যে বাড়ীতে এসে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কৌশলে ব্যক্তিগত আপত্তিকর ছবি নিয়ে নেয়।

পরবর্তীতে বিবাদী মাঝে মধ্যেই বিভিন্ন অযুহাতে টাকা চাইতো, চাহিদা মোতাবেক টাকা দিতে আপত্তি জানালে তার কাছে থাকা ভিকটিমের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি দেখাতো।

বিবাদীর চাহিদা মোতাবেক বিভিন্ন সময়ে বিভিন্ন অংকে সর্বমোট ১৫,০০০/- (পনের হাজার) টাকা দেয়। বিবাদী তার মোবাইল হতে ফোন দিয়ে কূ-প্রস্তাব দিতো কিন্তু ভিকটিম কূ-প্রস্তাবে রাজি না হলে বিবাদীর চাহিদা মোতাবেক টাকা দিয়ে তাকে খুশি করতে বলতো। ভিকটিম তার কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় এবং তার চাহিদা মোতাবেক টাকা দিতে না পারায় উক্ত বিবাদী রাগে ক্ষোভে গত ২২/১১/২০২৪খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় ভিকটিমের ব্যবহৃত আরবি অক্ষরে “ঋতু পরি” নামক ফেইসবুক আইডিতে Mehrun Jannat Mehrun Jannat নামক ফেইক ফেইসবুক আইডি হতে ম্যাসেজ করে ১৫,০০০/- (পনের হাজার টাকা) দাবি করে এবং ১ ঘন্টার মধ্যে ভিকটিমকে উক্ত বিবাদীর নাম্বারে চাহিত টাকা পাঠাতে বলে। অন্যথায়

আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে। পরবর্তিতে ভিকটিমের নাম ও ছবি ব্যবহার করে Ritu Ahmed নামে একটি ফেইক ফেইসবুক একাউন্ট তৈরি করে এবং ভিকটিমের ছবি ব্যবহার করে খারাপ খারাপ ছবি পোস্ট করে।

শেষ ভরসা হিসেবে জাতীয় জরুরী সেবা “৯৯৯” এ কল দিলে ভিকটিম‘কে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করিয়ে দেয়। সে একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত বিবাদীর বর্তমান অবস্থান সনাক্ত করে। একটি আভিযানিক দল ইং-২২/১২/২০২৪ তারিখ রাত্রী ৩টার সময় নেত্রকোনা জেলার সদর থানাধীন নাগরা এলাকার ভাড়া বাসা থেকে শিব্বির রহমান শিবলি(২২) কে গ্রেফতার করে উপস্থিত সাক্ষিদের সামনে তার শরীর তল্লাশি করে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে এবং জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনায় ভিকটিমের আপত্তিকর ছবি এবং Ritu Ahmed I Mehrun Jannat Mehrun Jannat নামক দুইটি ফেইক ফেইসবুক একাউন্টসহ ফেইক ফেইসবুক আইডির ম্যাসেঞ্জার হতে ভিকটিমের বিভিন্ন পরিচিতজন এবং ভিকটিমের আইডিতে পাঠানো আপত্তিকর ছবি ও ম্যাসেজ পাওয়া যায়। অপারেশন টিমের ইনচার্জ এসআই(নিঃ) তারেক রহমান উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে বিবাদীর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ তালিকা মূলে জব্দ করে এবং ধৃত আসামী শিব্বির রহমান শিবলি(২২)‘কে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তীতে ধৃত আসামীকে নেত্রকোনা জেলার কোতোয়ালী থানায় সোপর্দ করে। নেত্রকোনা সদর থানায় ২২/১২/২০২৪ তারিখ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে।