উলিপুরে চাঁদাবাজি মামলা ঠেকাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

- আপডেট সময় : ০৩:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ১২২ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সদর সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুরে প্রেম সংক্রান্ত ঘটনার জেরে চাঁদাবাজি মামলা ঠেকাতে গিয়ে অতর্কিত হামলায় বিএনপির পৌর যুবদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোঃ বিপুল (৩৬) সহ বেশ কয়েকজন নেতা কর্মী।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের দয়ালপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য তাসভীরুল ইসলামের সমর্থক বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে উলিপুর থানা চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিন আগে উলিপুরে নাগড়াকুড়া এলাকায় প্রেম সংক্রান্ত ঘটনায় তাসভীর গ্রুপের লোকজন ও স্থানীরা এক ছেলেকে আটকে রাখে।পরে ছেলের বাবা খালেকগ্রুপের লোকজন নিয়ে উদ্ধারে যায়।মেয়ে ছেলে দুজনে নাবালক থাকায় তাদেরকে ছেড়ে দেয় পরিবারের লোকজন। খালেক গ্রুপের লোকজন ওই বাড়িতে গিয়ে ছেলেকে না পেয়ে স্থানীয়রা তাসভীর গ্রুপের লোকজনের নামে উদ্দেশ্য প্রনোদিত ভাবে চাদা বাজি মামলা দেয়ার জন্য ছেলের বাবাকে থানায় যায়।চাঁদাবাজি মামলা ঠেকাতে গিয়ে থানা গোলচত্বরের পাশে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তাসভীর গ্রুপ।এ সময় আশরাফুল বিবাদ থামাতে গেলে খালেকগ্রুপের লোকজন আশরাফুলকে ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে বেধরক মারধর শুরু করলে ঘটনা স্থলে আশরাফুলের মৃত্যু হয়।মৃত্যর খবরে উত্তিজিত নেতাকর্মীরা রাতে খালেকগ্রুপের ৩-৪ টি ঘরবাড়ি ও খাবারের হোটেল ভাংচুর করে।
আহত রাজিব বলেন, ইউনিয়ন পর্যায়ে একটি ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে।আমরা আশরাফুল ইসলামের হত্যার বিচার দাবী জানাচ্ছি।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, আমি ছুটিতে ছিলাম, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।