ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন : দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসী কায়দায় নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নিরীহ মানুষের উপর হামলা ও অত্যাচারের বিচারের দাবিতে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে পৌরসভা সংলগ্ন বিশ্ববিদ্যালয় রোডে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন স্থানীয় ভোক্তভোগিরা।

মানববন্ধনে এলাকার ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী শান্ত, রিশাদ, মোরাদ গ্রুপের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

এ ঘটনায় আহত লাল মিয়ার ছেলে তাজাম্মুল ইসলাম বাদি হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে প্রতিবাদকারীরা বলেন, গত ১৫ জানুয়ারি গোহাটা সিএনজি স্টেশনে ড্রাইভারদের কাছে অবৈধ চাঁদা দাবি করলে লাল মিয়া, নবি হোসেন ও লতিফ প্রতিবাদ করায় সন্ত্রাসী গ্রুপটি তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মামলা হলেও আসামীরা এখনো গ্রেফতার হয়নি। প্রভাবশালীদের ছত্রছায়ায় সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে। প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ বলেন, ঘটনার দিনই এবিষয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামীদের ধরতে তৎপরতা চালানো হলেও পলাতক থাকায় তাদের এখনো ধরা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ত্রিশালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন : দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি

আপডেট সময় : ০৭:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসী কায়দায় নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নিরীহ মানুষের উপর হামলা ও অত্যাচারের বিচারের দাবিতে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে পৌরসভা সংলগ্ন বিশ্ববিদ্যালয় রোডে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন স্থানীয় ভোক্তভোগিরা।

মানববন্ধনে এলাকার ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী শান্ত, রিশাদ, মোরাদ গ্রুপের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

এ ঘটনায় আহত লাল মিয়ার ছেলে তাজাম্মুল ইসলাম বাদি হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে প্রতিবাদকারীরা বলেন, গত ১৫ জানুয়ারি গোহাটা সিএনজি স্টেশনে ড্রাইভারদের কাছে অবৈধ চাঁদা দাবি করলে লাল মিয়া, নবি হোসেন ও লতিফ প্রতিবাদ করায় সন্ত্রাসী গ্রুপটি তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মামলা হলেও আসামীরা এখনো গ্রেফতার হয়নি। প্রভাবশালীদের ছত্রছায়ায় সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে। প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ বলেন, ঘটনার দিনই এবিষয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামীদের ধরতে তৎপরতা চালানো হলেও পলাতক থাকায় তাদের এখনো ধরা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যহত রয়েছে।