এক রাতে কিশোরগঞ্জের দুই স্থানে আগুন, সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই

- আপডেট সময় : ০৩:২১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
আলি হায়দার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে এক রাতে, প্রায় একই সময়ে দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ-সব অগ্নিকাণ্ডে কিশোরগঞ্জ জেলা যানবাহন নিয়ন্ত্রণ কার্যালয় (ট্রাফিক পুলিশ অফিস) এর সম্পূর্ণ স্থাপনা, অফিসে থাকা সকল নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অপর অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাজারে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহর পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা ট্রাফিক পুলিশ অফিসে এবং পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
জানা যায়, ট্রাফিক পুলিশ অফিসে আগুন লাগার বিষয়টি প্রথমে স্থানীয়রা দেখতে পায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। এসময় অফিসের ভেতরে চারজন ট্রাফিক পুলিশ সদস্য ঘুমিয়েছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা অফিস থেকে দৌড়ে বের হতে পারায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে অফিসের গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস, মহিলা অধিদপ্তরের কার্যালয়সহ ৩টি অফিসে আগুন লাগে। ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মুনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে তাদের অফিসের চারটি ওয়াকিটকি, অফিসে থাকা ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ফটোকপির ম্যাশিন, ১৮টি বডিঅন ক্যামেরা এবং ৪ লাখ ৭৫ হাজার পাঁচশ টাকাসহ অফিসের সকল নথিপত্র পুড়ে গেছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভুইয়া বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর জানা যাবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা। তিনি বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মাহমুদুল ইসলাম তালুদকদার (পিপিএম)কে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে পাকুন্দিয়া পুলেরঘাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ছয়টি দোকান পুড়ে যায়। পুলেরঘাট বাজার ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করি। তিনি জানান, বৈদ্যুতিক শকট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে। দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর মধ্যে ট্রাফিক পুলিশ অফিসের আগুন নিয়ন্ত্রণে ৫টি এবং পুলেরঘাট বাজারের আগুন নিয়ন্ত্রণে ৩টি ইউনিট একযোগে কাজ করে।