কাউনিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ

- আপডেট সময় : ০৪:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৭০ বার পড়া হয়েছে
জহির রায়হান, কাউনিয়া
রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর ইউনিয়ন শাখার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর ইউনিয়ন শাখার আয়োজনে টেপামধুপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমীর জনাব অধ্যাপক মাওলানা এটিএম আজম খান।
টেলপামধুপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা, আব্দুস ছালাম সরকার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সালাম মিয়া, নায়েবে আমীর মাওলানা মো. শেখ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল রহমান ফারুক প্রমুখ।