বেড়ায় কেমিস্ট্ এন্ড ড্রাগিস্ট্ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ১৪৮ বার পড়া হয়েছে
সরকার আরিফ ইখতেখার, বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার বেড়ায় বাংলাদেশ কেমিস্ট্ এন্ড ড্রাগিস্ট্ সমিতি বেড়া শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় বেড়া পৌরসভা অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বেড়া শাখার কেমিস্ট্ এন্ড ড্রাগিস্ট্ সমিতি সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম।
প্রধাণ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক জেলা কার্যালয় ঔষধ প্রশাসন (ড্রাগ সুপার) নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঔষধ তক্তাবাধায়ক (ড্রাগ সুপার) ঔষধ প্রশাসন রোকনুজ্জামান, সভাপতি বিসিডিএস,পাবনা জেলা শাখার সভাপতি এফ.এম. হুমায়ন কবির , বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, পাবনা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম খান, বেড়া মডেল থানার ওসি ওয়ালিউর রহমান,বাংলাদেশ কেমিস্ট্ এন্ড ড্রাগিস্ট্ সমিতি, বেড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলে খোদা রিন্টু, বাংলাদেশ কেমিস্ট্ এন্ড ড্রাগিস্ট্ সমিতি বেড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান লিটন।
সভায় বক্তারা ঔষধ ও ঔষধ বিক্রির নানা বিষয়ের উপর বক্তব্য রাখেন।