উলিপুরে সাবেক প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির অপসারণের দাবীতে-মানববন্ধন

- আপডেট সময় : ০৯:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬২ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের জাদুপোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরুমা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকরা।
যাদুপোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরুমা বেগমের অর্থ আত্মসাৎ, ভূয়া উপবৃত্তি ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, তার অপসারণের দাবীতে-মানববন্ধন করেছে অভিভাবক-এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকায় যাদুপোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী তাদের সাথে অভিভাবক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।
এসময় শিক্ষার্থীরা শিক্ষকের নানা অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরেন। তাদের এ দাবির সাথে একাত্বতা প্রকাশ করে অভিভাবকরাও তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন না বলে জানান।
- অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ।
অর্থ আত্মসাৎ, ভূয়া উপবৃত্তি।
স্কুলের ফান্ডে স্লিপের টাকা আত্মসাৎ।
রাজনৈতিক প্রভাব দেখিয়ে প্রধান শিক্ষক পদে বহাল চাঁন।
সাবেক প্রধান শিক্ষককে অপসারণ করা না হলে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মধ্যে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন অভিভাবকরা। তারা বলেন- ইতোমধ্যে সহকারি শিক্ষক মনোরুমা তার লোকজন কে দিয়ে বর্তমান প্রধান শিক্ষককে হেনস্থা স্বীকার করেছে । নাম প্রকাশ অনিচ্ছুক বিদ্যালেয় শিক্ষকরাও নানান অভিযোগ করেন। তারা বলেন গত ০৮-০৯-২৪ইং বিদ্যালয় পরীক্ষা চলাকালী বাইরের বকাটে লোকজন দিয়ে লাঞ্ছিত করেন।
এবং তাদের আচরণে এলাকাবাসী তীব্র নিন্দা জানায়।
অভিযোগ করেন সহকারি শিক্ষক মানোরুমা বেগম এর বিরুদ্ধে। অভিভাবক, আব্দুল কাদের অধ্যক্ষ (আব:) কুড়িগ্রাম সরকারি কলেজ তিনি,বলেন জাদুপোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়টির সহকারী শিক্ষক মনোরুমা শিক্ষা প্রতিষ্ঠানে আসেননা ও শিক্ষার্থীদের দেন না কোনো পাঠদান।

নাম ওয়াস্তে পরীক্ষা নিতেন এবং অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। এবং বিভিন্ন সিমের নাম্বার ব্যবহার করে টাকা তুলে আত্মসাধ করেন এবং সময় মতো স্কুলে থাকেন না। জিজ্ঞাসা করলে বলেন শিক্ষা অফিসে কাজ আছে বলে ২টার সময় স্কুলে তালা দিয়ে চলে যায়।
ছাত্র-ছাত্রী অভিভাবকদের মুন্নি বেগম, জান্নাতি বেগম, আমেনা বেগম, সখিয়তুল্যা অভিযোগ মনোরুমা মেডাম,তার মোনগড়া নাম উপবৃত্তির তালিকায় দেন। এবং তার সঙ্গে কথা বলতে চাইলে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে পাশ কাটে চলে। তার আচার-আচরণে আমরা অভিভাবক বৃন্দ লজ্জিত। আমরা অভিভাবকদের দাবী তাকে এই প্রতিষ্ঠানে দেখতে চাই না। আামাদের সকল
অভিভাবক দের দাবী মনোরুমা বেগম কে দ্রুত অপসারণ চাই। আমরা চাই বিষয়টি কর্তৃপক্ষ দ্রুত আমলে নিয়ে আইনইনুক ব্যবস্থা গ্রহন করেন।
এমন বেহাল দশায় দিন দিন ঝড়ে পড়ছে শিক্ষার্থীরা। শুধু তাই নয় স্কুলের স্লিপের টাকা রুটিন মেইনটেন্যান্স টাকা সহ স্কুলের পরিত্যক্ত সম্পত্তি ইত্যাদি মালামাল বিক্রি করে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছে। এসবের প্রতিবাদ করতে গেলে রাজনৈতিক প্রভাব দেখান।
তবে এসব রাজনৈতিক প্রভাবকে তোয়াক্কা না করে এলাকাবাসী বলেন এসব অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখে সহকারী শিক্ষককে অপসারণ করতে হবে।