শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শপথ নিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংস্কার-পরিবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সংহতি রোহিঙ্গাদের সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ ফরিদপুর-ভাঙ্গা-বরইতলা মহাসড়কে মরণফাঁদ রেখেই চলছে প্রস্থের কাজ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঈদকে সামনে রেখে বানিয়াচংয়ে সরগরম দর্জিবাড়ি গাজীপুরে ধর্ষণসহ রগকাটা ও রক্তাক্ত জখমের অভিযোগে যুবক গ্রেফতার বাজিতপুরে মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে যুবদলের হামলা রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে ঐতিহাসিক ইফতার করলেন ড. ইউনূস ও গুতেরেস বিএনপি আমলের আবাসন প্রতিহিংসায় মেরামত করেনি আ.লীগ সরকার, মানবেতর জীবনযাপন

বাজিতপুরে মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে যুবদলের হামলা

আলি হায়দার, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের বাজিতপুরে মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে যুবদলের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাজিতপুর উপজেলা মৎস্যজীবী দলের ব্যানারে সরারচর ইউনিয়নের সরিষাপুর জুম্মাপুর এলাকায় দলটির উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাউসার হোসেন।

এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহাম্মেদ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রয়েল, সরারচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি কাদির মিয়া প্রমুখ। লিখিত বক্তব্যে কাউসার হোসেন বলেন, গতকাল ১৩ ই মার্চ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরারচর ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করে মৎস্যজীবী দলের সরারচর ইউনিয়ন শাখা। ইফতার মাহফিলে সরারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহ সুমন ও উপজেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক এম আবুল খায়েরের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা করে।

তিনি বলেন, আপনার জানেন কিছুদিন পূর্বে আবুল খায়ের অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে ধরা পড়ে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, ইফতার মাহফিলের মতো একটি পবিত্র আয়োজনে যারা হামলা ও ভাংচুর করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। হামলার সময় তিনটি মোবাইল ছিনিয়ে নেওয়া, সাতটি মোটর সাইকেল ও দুই শত চেয়ার ভাঙচুর করারও দাবি করেন তিনি। যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান মৎস্যজীবী দলের এই নেতা।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়