ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ পুনর্মিলনীতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে ‘লিটন আকন্দ’ গ্রুপ বিজয়ী

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:
ঈদ পুনর্মিলনী উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে এক চমৎকার প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় জুনিয়র বনাম সিনিয়র দল। শনিবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত এ খেলাটি ঘিরে ছিল দর্শকদের বিপুল উৎসাহ ও সমাগম।

 

আয়োজনে ছিল সোনালী অতীত ক্লাব, ময়মনসিংহ এবং সহযোগিতায় উদয়ন ফুটবল একাডেমি। দুই দলের মধ্যকার টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে সিনিয়র দলের ‘লিটন আকন্দ গ্রুপ’। খেলায় প্রথমার্ধে জুনিয়ররা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে লিটন আকন্দ গ্রুপ ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ও জয় নিশ্চিত করে।

 

এই ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সুপরিচিত ক্রীড়া সংগঠক এবং রাজনৈতিক নেতা এনামুল হক আকন্দ লিটন। তিনি বর্তমানে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি ক্রীড়াঙ্গনে তার সরব উপস্থিতি এলাকাবাসীর মাঝে প্রশংসিত।

 

তার বর্ণনায় খেলার উত্তেজনা যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। গ্যালারিতে দর্শকরা ছিলেন তুমুল উচ্ছ্বসিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই আয়োজন ময়মনসিংহের ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। ঈদের উৎসব, ফুটবলের উত্তেজনা আর পুরনো বন্ধুদের পুনর্মিলন সব মিলিয়ে এক দারুণ দিন কাটল ময়মনসিংহবাসীর।

নিউজটি শেয়ার করুন

ঈদ পুনর্মিলনীতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে ‘লিটন আকন্দ’ গ্রুপ বিজয়ী

আপডেট সময় : ১০:১৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি:
ঈদ পুনর্মিলনী উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে এক চমৎকার প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় জুনিয়র বনাম সিনিয়র দল। শনিবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত এ খেলাটি ঘিরে ছিল দর্শকদের বিপুল উৎসাহ ও সমাগম।

 

আয়োজনে ছিল সোনালী অতীত ক্লাব, ময়মনসিংহ এবং সহযোগিতায় উদয়ন ফুটবল একাডেমি। দুই দলের মধ্যকার টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে সিনিয়র দলের ‘লিটন আকন্দ গ্রুপ’। খেলায় প্রথমার্ধে জুনিয়ররা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে লিটন আকন্দ গ্রুপ ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ও জয় নিশ্চিত করে।

 

এই ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সুপরিচিত ক্রীড়া সংগঠক এবং রাজনৈতিক নেতা এনামুল হক আকন্দ লিটন। তিনি বর্তমানে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি ক্রীড়াঙ্গনে তার সরব উপস্থিতি এলাকাবাসীর মাঝে প্রশংসিত।

 

তার বর্ণনায় খেলার উত্তেজনা যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। গ্যালারিতে দর্শকরা ছিলেন তুমুল উচ্ছ্বসিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই আয়োজন ময়মনসিংহের ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। ঈদের উৎসব, ফুটবলের উত্তেজনা আর পুরনো বন্ধুদের পুনর্মিলন সব মিলিয়ে এক দারুণ দিন কাটল ময়মনসিংহবাসীর।