ত্রিশালে এলজিইডি অফিসে অনিয়ম-দুর্নীতির খোঁজে দুদকের অভিযান

মোমিন তালুকদার

ময়মনসিংহের ত্রিশালে এলজিইডি‍‍`র বিভিন্ন প্রকল্পের অনিয়ম-দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ারের নেতৃত্বে আকস্মিক অভিযানে দুদক কার্যালয়ের একটি প্রতিনিধি দল এলজিইডি‍‍`র উপজেলা কার্যালয়ে অভিযান শুরু করে।

এরপর ঝঁটিকা অভিযানের অংশ হিসেবে সড়ক, ব্রিজসহ বেশকয়েকটি উন্নয়নমূলক কাজের অনিয়ম-দুর্নীতি খোঁজে বের করতে উপজেলার মোক্ষপুর, পোড়াবাড়ী বাজার সহ বিভিন্ন স্পট পরিদর্শন করেন। অভিযানে তারা কাজের বিভিন্ন উপকরণ এবং তার পরিমাপ সেম্পল হিসেবে সংগ্রহ ও লিপিবদ্ধ করেন।

দুপুরে অভিযান চলমান অবস্থায় দুদকের সহকারী পরিচালক রাজু মোঃ সারওয়ার বলেন, বিভিন্ন প্রকল্পের কাজগুলো পরিদর্শন শেষে তার উপকরণ ও পরিমাপের সেম্পল সংগ্রহ ও লিপিবদ্ধ করে নিচ্ছি। পরে কাজের ওয়ার্ক ওয়ার্ডারের সাথে মিলিয়ে কোন প্রকার অনিয়ম-দুর্ণীতি হয়েছে কি-না তা খোঁজে বের করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।