নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ইউপি চেয়ারম্যান, ছাত্রলীগ ও শ্রমিকলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন – নান্দাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রাজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেকার মোমতাজ খোকন, রাজগাতি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন আলম,খারুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি কামাল মিয়া। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন- সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের কে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ বিজ্ঞ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।