দক্ষিণবঙ্গে রেল চলাচল একটি লাইনে স্বাভাবিক, বেনাপোল ও খুলনা ট্রেনের সিডিউল বাতিল

- আপডেট সময় : ০৪:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ১৭৭ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জানান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
দীর্ঘ ১৫ ঘণ্টা পর পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে খুলনা ও বেনাপোলগামী ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে। শনিবার সারাদিন ক্ষতিগ্রস্ত ট্রেন লাইনের মেরামতের কাজ চলমান রয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের ইঞ্জিন সহ ২টি কোচ ভাঙ্গা জংশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় দক্ষিণ বঙ্গের সকল ট্রেন চলাচল।
তবে রেললাইন চ্যুত হওয়ার ঘটনায় পয়েন্টম্যান নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে রেলের পাকশী বিভাগীয় কর্মকর্তা হাচিনা খাতুন।
তিনি আরো জানান, শুক্রবার রাত থেকে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে দুটি ক্রেন এনে লাইন সচল করা হয়। পয়েন্টম্যান নজরুল ইসলামের ভুলের কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সিগনাল পরিবর্তন করেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, শুক্রবার রাত ৯টা দিকে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশনে লাইনচ্যুত হয়। এরপর রাত থেকে আজ শনিবার দিনভর দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার সহ ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত করা হয়েছে । শনিবার বেলা সাড়ে ১২টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ভাঙ্গা জংশন হয়ে ফরিদপুর রাজবাড়ী ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা নামক দুটি ট্রেন খুলনা গামী ও বেনাপোল এক্সপ্রেস বেনাপোলগামী আজ শনিবার সারাদিন ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে। আশা করছি রোববার থেকে খুলনা ও বেনাপোলগামী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এ বিষয় ভাঙ্গা বামনকান্দা রেল ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সকল যাত্রী রাতেই সড়কপথে তাদের গন্তব্যে রওনা দেয়।
প্রলয়/নাদিয়া