ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি-জামায়াত সংঘর্ষ, মামলা দায়ের ইশরাককে শপথ না পড়ালে সেবা বন্ধের হুমকি ডিএসসিসি কর্মচারীদের বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ব্রিগেডিয়ার সালজার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করলেন প্রধান উপদেষ্টা সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা শুরু হয়েছে বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট, ভালুকায় কারখানায় অগ্নিকাণ্ড সদরপুরে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন গফরগাঁও এ ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার: আশফাক নিপুন

বিএনপি-জামায়াত সংঘর্ষ, মামলা দায়ের

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১০:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ৪৮ বার পড়া হয়েছে

পাবনায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনার পাঁচদিন পার হলেও এলাকার বিরাজ করছে থমথমে পরিস্থিতি, মোতায়েন করা রয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান।

তিনি জানান, আজ মঙ্গলবার (২০ মে) দুই পক্ষ থেকে পৃথক এজাহার দিয়েছে। তারপর মামলা হিসেবে রুজু করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলা দুটির আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি।

জানা গেছে, বিএনপির দায়ের করা মামলার বাদী হলেন, আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন। মামলায় জামায়াতের নামীয় ১২৪ জন এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। এই মামলায় উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ করা হয়েছে।

অপরদিকে, জামায়াতের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করেছে মামলার বাদি আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নকিবুল্লাহ। মামলায় বিএনপির নামীয় ৩৬ জন এবং অজ্ঞাতনামা ১২০-১৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় উপজেলা জামায়াতের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ করা হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, ‘মামলা দুটি আমরা তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি (অনার্স) কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে গত ১৫ মে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই দলের দলীয় কার্যালয় এবং ২৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনা উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

ই-পেপার

বিএনপি-জামায়াত সংঘর্ষ, মামলা দায়ের

আপডেট সময় : ১০:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

পাবনায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনার পাঁচদিন পার হলেও এলাকার বিরাজ করছে থমথমে পরিস্থিতি, মোতায়েন করা রয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান।

তিনি জানান, আজ মঙ্গলবার (২০ মে) দুই পক্ষ থেকে পৃথক এজাহার দিয়েছে। তারপর মামলা হিসেবে রুজু করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলা দুটির আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি।

জানা গেছে, বিএনপির দায়ের করা মামলার বাদী হলেন, আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন। মামলায় জামায়াতের নামীয় ১২৪ জন এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। এই মামলায় উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ করা হয়েছে।

অপরদিকে, জামায়াতের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করেছে মামলার বাদি আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নকিবুল্লাহ। মামলায় বিএনপির নামীয় ৩৬ জন এবং অজ্ঞাতনামা ১২০-১৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় উপজেলা জামায়াতের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ করা হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, ‘মামলা দুটি আমরা তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি (অনার্স) কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে গত ১৫ মে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই দলের দলীয় কার্যালয় এবং ২৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনা উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।